২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বরগুনায় গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে নিহত ১

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা - সংগৃহীত

বরগুনায় বরফ মিলে গ্যাস সিলন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বরগুনার পাথরঘাটায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হোসেন সম্রাট পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দিন রাতে হঠাৎ বরফ মিলে গ্যাস সিলন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে যায়। এতে শাহজাহান হোসেন সম্রাট নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় শতাধিক লোক আহত হয়।

খবর পেয়ে বরগুনার-২ সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাসপাতালে অসুস্থদের খোঁজখবর নেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তাহ জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। তবে গ্যাসের তীব্র ও বিষাক্ত গন্ধে আমরা ভিতরে পারিনি। এ সময় আমাদের দুজন সদস্য ও অসুস্থ হয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement