২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বরিশাল বিসিক এলাকায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় উল্টো মামলা

বরিশাল বিসিক এলাকায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় উল্টো মামলা - ছবি : প্রতীকী

বরিশালের বিসিক শিল্প নগরী এলাকায় নারী কর্মীদের উত্যক্ত করার অভিযোগে সোহাগ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে প্রভাবশালীদের ইশারায় নারী উত্যক্তের প্রতিবাদকারীর বিরুদ্ধেই মামলা হয়েছে।

ভুক্তভোগীরা বলেছেন, সোহাগ ওরফে মাছুয়া সোহাগ (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে। বুধবার বিকেলে শিল্প নগরীর ফ্যাক্টরি ছুটির পর সোহাগ কয়েকজন নারী কর্মীর সাথে অশালীন আচরণ করে। নারী কর্মীদের ওড়না ধরে টানাটানি করে। এরমধ্যে ফরচ্যুন সু’জ-এর নারী কর্মীরাও ছিলেন। তাৎক্ষণিক এই ঘটনার খবর কারখানায় ছড়িয়ে পড়লে অন্য কর্মীরা ছুটে আসেন।

ফরচ্যুন সু’জ-এর চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সোহাগকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানান, বিসিক এলাকায় প্রায় প্রতিদিনই এভাবে নারী কর্মীদের উত্যক্তের ঘটনা ঘটছে। শিল্প নগরীর ভিতরে বসে অনেকে মাদক সেবন করছেন। এই মাদকাসক্তদের হাতেই নারী কর্মীরা নাজেহাল হয়ে থাকে। অনেক সময় নারী কর্মীদের অনুসরণ করে মাদকাসক্তরা তাদের বাসা পর্যন্ত চলে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করার পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই সুযোগে মাদক কারবারীরা শিল্প নগরীর নিরিবিলি পরিবেশে মাদকের কারবার বসিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেছেন, তারা সারাক্ষণই নিরাপত্তাহীনতায় ভোগেন। তারপরেও তাদেরকে পেটের দায়ে বাধ্য হয়ে চাকরি করতে হয়। এই শিল্প নগরীতে অন্তত ৬ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।

এদিকে, আটককৃত সোহাগ বলেছেন, তিনি বিসিক এলাকায় ঘোরার জন্য এসেছিলেন; কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা নেই।

এদিকে, থানায় যাওয়ার পর উল্টো ফরচুন সু’জ-এর মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন ওই সোহাগ। পুলিশ মিজানুর রহমানের বিরুদ্ধেই উল্টো মামলা নেয়।

মিজানুর রহমানের এক ঘনিষ্টজন জানান, এতে প্রভাবশালী এক ব্যক্তির হাত রয়েছে। এতে নারী উত্যক্তকারীরা আরো বেপরোয়া হয়ে উঠবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে, এ নিয়ে বরিশালের কাউনিয়া থানার ওসির মোবাইল এবং ডিউটি অফিসারের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement