২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মির্জাগঞ্জে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের ‘গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ’ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অপর একটি অংশ।

মঙ্গলবার দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে ‘ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী, নির্যাতিত, অবহেলিত নেতাকর্মীদের’ পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী আকন। এ সময়ে এখানে ওই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বঞ্চিত ৪১ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত বক্তব্যে ইউসুফ আলী আকন বলেন, ‘আমিসহ অনেক নেতাকর্মী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বঞ্চিত। এক বছরেরও বেশি সময় হয়েছে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি হয়েছে। ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও বিশ্বস্ত সূত্রে জানতে পারি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এককভাবে কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মীয়করণ, বিএনপির লোকজন ও হাইব্রিড আওয়ামী লীগ দ্বারা এবং উৎকোচের মাধ্যমে নতুন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০২১ সালের আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি সাজিয়েছেন।’

এব্যাপারে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু বলেন, ‘বিএনপি জোট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে তাতে যদি আত্মীয়করণ হয়, সেটা দোষের তো কিছু নয়। তবে যারা কমিটি থেকে বাদ পড়েছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহম্মেদ বলেন, ‘মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তবে ত্যাগী নেতাদের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদককে এবং বঞ্চিত নেতাদের ডেকে সমাধান করা হবে।’


আরো সংবাদ



premium cement