১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ২ জেলের কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সালাম হাওলাদার (৩৫) ও মো. ইদ্রিস গাজী (২৪) নামে দুই জেলের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ডাদেশ দেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮টার দিকে পাতাবুনিয়া ইউনিয়নের কাছে পায়রা নদীতে কারেন্টজাল ফেলে মাছ ধরতে গেলে ওই জেলেদের আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement