২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বেতাগীতে জেলের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বেতাগীতে জেলের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে এক জেলেকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, শনিবার সকাল ১১টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিষখালী নদীতে নিষিদ্ধ জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে মো. রাকিব মল্লিক (২০) নামে এক জেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল- রাজীবের অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা বিষখারী নদীতে ইলিশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বেতাগী উপজেলার কালিকা বাড়ি নামক স্থানে বিষখালী নদীতে কারেন্টজাল দিয়ে ইলিশ ধরার সময় পাঁচ শ’ মিটার জাল, একটি নৌকা ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্ধকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। জেলে মো. রাকিব মল্লিক বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. হানিফ মল্লিকের ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement