১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

গলাচিপায় লাঠিয়ালদের হামলায় আহত ২৫

-

পটুয়াখালীর গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে লাঠিয়ালদের হামলায় ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে।

গুরুতর আহত চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে ধান কাটাতে যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার। তার সাথে যায় রব মাঝির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠিয়াল। এসময় কৃষক কাশেম মৃধা (৫৫) বাধা দিলে লাঠিয়ালদের হামলায় কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ২৫ জন আহত হন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, প্রতিবছরই ধান কাটার মৌসুমে ভোলার লাঠিয়ালরা আমাদের এলাকার কৃষকদের উৎপাদিত ফসল লুট করে নিয়ে যায়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement