১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বলেশ্বর-বিষখালীর মোহনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

- ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদের মোহনা থেকে অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন।

সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে মাছের ককসিট বক্স থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলীয় এলাকায় ডাকাতির জন্য অস্ত্র নিয়ে কলাপাড়া থেকে পাথরঘাটার দিকে একদল এগিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষঘালী নদীর মোহনায় আমরা অবস্থান করছিলাম। পরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে রেখে সবাই পালিয়ে যায়। পরে ওই ট্রলারে মাছের ককসিটের ভিতর বরফ থেকে সাতটি দেশীয় পিস্তল ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে একটি ডাকাত দল ডাকাতির লক্ষ্যে অস্ত্র নিয়ে সঙ্গবদ্ধ হচ্ছিল। ট্রলার ও অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement