২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পুলিশি প্রহরায় কারাগারের পথে মিন্নিসহ ফাঁসির আসামিরা

- ছবি : সংগৃহীত

বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

এছাড়া এ মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে।

রায়ের পর বেলা ২টা ৫০ মিনিটে আদালত চত্বরে রাখা একটি কালো রংয়ের মাইক্রো বাসে করে মিন্নিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর আদালত থেকে একে একে বেড়িয়ে আসেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা। তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।


আরো সংবাদ



premium cement