২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মৌসুমি কেকাকে আ’লীগ থেকে বহিষ্কার

- ছবি : সংগৃহীত

শারমিন মৌসুমি কেকাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এই সুপারিশ করা হয়।

সভায় উল্লেখ করা হয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাকে সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে পদচ্যুত করা উচিত। তিনি বিভিন্ন অপকর্ম করে দলের সুনাম ক্ষুণ্ন করছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর চুল কেটে দেয়ার অভিযোগে কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ছয়জনের বিরুদ্ধে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় কেকা ঝালকাঠি জুড়ে বেশ সমালোচিত হন।

এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বাণিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠলে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।


আরো সংবাদ



premium cement