২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গাবালীতে বজ্রপাতে চার জেলে আহত

রাঙ্গাবালীতে বজ্রপাতে চার জেলে আহত - সংগৃহীত

মাছ শিকারে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে চার জেলে আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার মৌডুবি ইউনিয়ন সংলগ্ন চরতুফানিয়া এঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামের রফিক প্যাদার ছেলে মেহেদি প্যাদা (২২) কালাম মৃধার ছেলে নাশির মৃধা (৪০) একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের জয়নাল সরদারের ছেলে ওসিম (১৮) ও হানিফ মুন্সীর ছেলে সোহরাব মুন্সী (৩০)।

জেলেরা জানায়, সাগর থেকে মাছ আহরণ শেষে চরতুফানিয়া তীরে অবস্থান করছিলো ওই জেলেরা। শনিবার মধ্যরাতে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তারা আহত হলে আরেকটি জেলে ট্রলার দিয়ে তাদেরকে উদ্ধার করে রোববার সকালে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. মো. মনিরুল ইসলাম বলেন, একই পরিবারের তিন সদস্য ও অন্য পরিবারের একজন তারা সবাই মোটামুটি স্বাস্থ্য আছে। তবে একজনের কানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement