২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শরণখোলায় চুরি হওয়া গরু চোরসহ পাথরঘাটা থেকে উদ্ধার

শরণখোলায় চুরি হওয়া গরু চোরসহ পাথরঘাটা থেকে উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

শরণখোলায় গরু চুরির ঘটনায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মানিকখালী বাজার থেকে এক চোর আটক সহ ৪ গরু উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।

মিজানুর রহমান মাতুব্বর জানান, শনিবার ভোররাতে উপজেলার সোনাতলা গ্রামের মরহুম মোশাররফ মাতবরের প্রতিবন্ধী ছেলে রুবেল মাতুব্বরের (২২) ২টি বাছুরসহ ২টি গাভী চুরি হয়। ভোরে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে রুবেল চিৎকার শুরু করলে তার চাচা ও ভাইয়ের এগিয়ে আসেন। পরবর্তীতে গরুর খোঁজে চাচা মাহববুব মাতবর ও নান্না মাতবর পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার মানিকখালী বাজারে যান।

এসময় তারা গরু ৪টি শনাক্ত করে এবং গরুর সাথে ইউনুচ (৪৫) নামের এক চোরকে আটক করে স্থানীয়দের মাধ্যমে পুলিশে সোর্পদ করলে অন্যরা পালিয়ে যায়। ইউনুচ পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মোতালেবের ছেলে। এ ব্যাপারে খালিদ মাতুব্বর বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, স্থানীয়দের সহযোগিতায় একজন চোরসহ গরু আটক করা হয়েছে। চোরসহ গরু শরণখোলায় আনার জন্য পুলিশ পাঠানো হচ্ছে।


আরো সংবাদ



premium cement