২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - নয়া দিগন্ত

মুজিব শতবর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর আহ্বান, তিনটি করে গাছ লাগান’ শ্লোগানকে সামনে রেখে মুলাদী সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও মুলাদী সমিতি ঢাকা’র সভাপতি ড. মো: হারুন অর রশিদ বিশ্বাসের সার্বিক তত্ত্ববধানে মঙ্গলবার মুলাদী সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ সমাপনী কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মুলাদী থানা অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা, মুলাদী সমিতি ঢাকা’র উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু হাসনাত হিমেল, কার্যনির্বাহী সদস্য দীন মোহম্মদ আলী চঞ্চল, সাংবাদিক শাহিন হোসেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্যাদা প্রমুখ।

এ ছাড়া মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র মুলাদী উপজেলার আরিফ মাহমুদ কলেজ, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ, চরকালেখান বিশ্ববিদ্যালয় কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ, সৈয়দ বদরুল হোসেন কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছেন।

বৃক্ষরোপণ কর্মসূচী শেষে মুঠোফোনে সমিতির সভাপতি ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী পালনের লক্ষে আমরা উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করি। এছাড়াও করোনায় সকল ইউনিয়নে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, পরবর্তী কর্মসূচীতে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন ইতিবাচক কর্মসূচীতে মুলাদী সমিতির সক্রিয় অংশগ্রহণ থাকবে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল