২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বরগুনায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

-

বরগুনার বামনা উপজেলা সদরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বুধবার বিকেলে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

ধর্ষিতার পরিবার দরিদ্র অসহায় হওয়ায় প্রভাবশালী মহল স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি অসুস্থ হয়ে পড়া ধর্ষিতাকে চিকিৎসা করানো হচ্ছে না, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবারও।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের সুলতান প্যাদার ছেলে বাবুল প্যাদ্যা (৩৮) একই গ্রামের ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে বসতঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষিতা কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক বাবুল প্যাদা পালিয়ে যায়।

ধর্ষিতা কিশোরীর বাবা জানান, ‘আমি গরীব বিদায় এলাকার মোড়লরা আমাকে বিচারে করে দিবে বলেছেন। এছাড়া তারা আমাকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখায়। এলাকার প্রভাবশালীরা আমাকে থানায় যেতে দেয় না। আমি এর বিচার চাই।’

এদিকে, ধর্ষক বাবুল প্যাদার স্ত্রী পারভীন আকতার এসে নিজ হাতে এ ধর্ষণের ঘটনায় স্বামীকে জুতাপেটা করেছেন বলেও এলাকাবাসী জানান।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াছ হোসেন তালুকদার বলেন, এ ধর্ষণের ঘটনায় আমি কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement