২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় ২৪ ঘণ্টায় আরো ৩২ জন করোনাক্রান্ত

বরগুনায় ২৪ ঘণ্টায় আরো ৩২ জন করোনাক্রান্ত -

বরগুনায় করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জেলায় ২৪ ঘণ্টায় বেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ মোট ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২২০ জন।

আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ১০৩ জন, আমতলী উপজেলার ৩৪ জন, বামনা উপজেলার ২৭ জন, বেতাগী উপজেলার ২২ জন, পাথরঘাটা উপজেলার ২১ জন এবং তালতলী উপজেলার ১৩ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের মধ্যে ১১৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং দুইজন মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো: হুমায়ুন শাহিন খান বলেন, বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও ২৯ জন পুরুষ রোগী রয়েছেন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২২০ জন। তাদের মধ্যে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন প্রায় সবাই শারীরিকভাবে ভালো আছেন।

এ পর্যন্ত জেলায় মোট দুই হাজার ৪৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৫ জন রোগী করোনামুক্ত হয়েছেন। তারা হলেন, বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়কের আনসার উদ্দীন (৫৬), আমতলী উপজেলার মোসা: জাহানারা বেগম (৪২), মো: ইলিয়াস (৩৫) ও মোসা: তানিয়া (৩০) এবং বামনা উপজেলার মো: হারুন খান (৩০)। তাদের করোনামুক্তির ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বরগুনায় মোট ১১৭ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৫৯ জন, বামনা উপজেলার ১৬ জন, আমতলী উপজেলার ২১ জন, পাথরঘাটা উপজেলার নয়জন, বেতাগী উপজেলার সাতজন এবং তালতলী উপজেলার পাঁচজন রোগী রয়েছেন।


আরো সংবাদ



premium cement