২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাঁঠালিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

-

ঝালকাঠির কাঁঠালিয়ায় করোনায় দুর্বিষহ অবস্থার মধ্যে থাকা লোকজন ত্রাণের দাবিতে মাবববন্ধন করেছে। শনিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওরাবুনিয়া-জাঙ্গালিয়া সড়কের দুই পাশে দাঁড়িয়ে ত্রাণ বঞ্চিত শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ত্রাণ বঞ্চিত জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল হাওলাদার, আনোয়ারা বেগম, আবুল মীরসহ অরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হলেও আজ পর্যন্ত তারা সরকারি কোনো ত্রাণ পাননি। এমনকি ঘূর্ণিঝড় আমফানেও তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাদের ভাগ্যে জোটেনি কোনো সহায়তা। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব তাদের কোনো ত্রাণ সহায়তা দেয়নি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ দিন কাটাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের কাছে সরকারি ত্রাণের দাবি জানিয়েছেন অসহায় এসব মানুষ।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও এলাকায় অনেকের ত্রাণ দিয়েছেন। এটা লোক দেখানো মানববন্ধন, প্রকৃত যারা অসহায় তাদের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement