২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আমতলীতে ধান ও চাল সংগ্রহ শুরু

আমতলীতে ধান ও চাল সংগ্রহ শুরু - প্রতীকী

বরগুনার আমতলীতে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম ‍শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্যগুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, মো. শহিদুল ইসলাম মৃধা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রবীন চন্দ্র বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য চলতি মৌসুমে এ উপজেলায় অভ্যন্তরিনভাবে ২৪৬ মেট্রিকটন ধান ও ৫৫৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।


আরো সংবাদ



premium cement