২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু -

ঝালকাঠি শহরের শহীদ স্মরণী এলাকার (পৌর খেয়াঘাট সংলগ্ন) এক স্কুলশিক্ষক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার দুপুরে তিনি বুকে ব্যথা নিয়ে মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষক বুকে ব্যাথা অনুভব করলে স্বজনরা তাকে হাসপাতাল নিয়ে যান। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম এ শিক্ষক সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তবে কয়েক বছর ধরে তিনি জেলা শহরের নতুন চর এলাকার শহীদ স্মরণী সড়কে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, মারা যাওয়ার পর ওই শিক্ষককে হাসপাতালে আনা হয়। তার করোনা পজেটিভ ছিলো কীনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে জেলা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলছে। সোমবার পর্যন্ত জেলায় মোট ৫২ জন করোনায় সনাক্ত হয়েছেন বলেও জানান সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার।


আরো সংবাদ



premium cement