২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমতলীতে পুকুরে মাছের পোনা অবমুক্ত

আমতলীতে পুকুরে মাছের পোনা অবমুক্ত -

বরগুনার আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার ১০টি আবাসন ও গুচ্ছগ্রামের জলাশয়ে চাষের জন্য মাছের পোনা বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে পোনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ও নির্বাহী অফিসার মনিরা পারভীন।

জানা গেছে, উপজেলার ১০টি আবাসন ও গুচ্ছগ্রামের জলাশয়ে অভ্যান্তরীণ মাছের পোনা অবমুক্তকরনের উদ্যোগ নেয় উপজেলা মৎস্য বিভাগ। এ অংশ হিসেবে রোববার ১০টি আবাসন ও গুচ্ছগ্রামের জলাশয়ে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: মাহবুবুল আলম প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে মাছ চাষের কোন বিকল্প নেই।


আরো সংবাদ



premium cement