২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
আলোচিত রিফাত হত্যা

আমি নুডলস খেতে পারি না, কান্না চলে আসে

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ - ছবি : সংগৃহীত

রিফাত-মিন্নি। নাম দুটি দেশব্যাপি আলোচিত বরগুনার রিফাত হত্যা কান্ডের সাথে জড়িত। আসছে জুনের ২৬ তারিখে এক বছর পূর্ণ হবে সেই হত্যা কাণ্ডের।

কিন্তু একমাত্র ছেলে শাহনেওয়াজ রিফাত শরীফকে হারিয়ে পরিবারটি এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। হয়তো ছেলে হারানোর বেদনা এ জীবনে শেষ হবে না। একমাত্র ছেলেকে ছাড়াই প্রথম ঈদ উদযাপন করছে তার পরিবার। ঈদ অর্থ আনন্দ হলেও রিফাতের পরিবারের কাছে এই অর্থ শুধু্ কাগজে কলমেই। কারণ জীবনে আরো অনেক ঈদ পেলেও কোনো ঈদেই ভাইকে পাবে না ছোট বোন মৌ।

গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলোচিত এই হত্যাকান্ডের পরে স্ত্রী মিন্নিকেও আসামী করা হয়।

‘প্রত্যেক ঈদে রিফাত মা ও বাবাকে সালাম করে ঈদগাহে নামাজ পড়তে যেতো। ফিরে এসে বোনকে নিয়ে প্রতিবেশীদের সাথে কুশলাদি বিনিময় করতো। পাড়ার শিশুরা রিফাতকে পছন্দ করতো। শিশুদের জন্য ওর পকেটে সব সময় চকলেট থাকতো। আজ ঈদের দিন ওর মা সকালে কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছে। দোয়া করেছে রিফাতের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য।’ কথাগুলো অস্রু সিক্ত নয়নে বলছিলেন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ।

বড় ভাইয়ের হাজারো স্মৃতি নিয়ে দিন কাটে ছোট বনের। স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ছোট বোন মৌ। ‘ ভাইয়া নামাজ পড়ে এসে আমার হাতে তৈরি করা নুডলস খেত। নুডলস ভাইয়ার পছন্দ ছিল। ও মারা যাওয়ার পর থেকে আমি আর নুডলস খেতে পারি না, কান্না চলে আসে। ভাইয়া মারা যাওয়ার পর থেকে মা অসুস্থ, বাবার হার্টের অসুখ বেড়েছে। আমরা ভালো নেই।

উল্লেখ্য, রিফাত হত্যার পর মূল অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। বাকি ২৪ জন আসামির বিরুদ্ধে দুটি চার্জশিট দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম প্রায় শেষের দিকে। মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল