১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে ১০১ আইনজীবীর বিবৃতি

মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে ১০১ আইনজীবীর বিবৃতি - সংগৃহীত

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়েছেন বরিশাল আইনজীবী সমিতির ১০১ জন আইনজীবী।

বিবৃতিতে তারা বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ ৫০ বছর যাবত দেশ বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন। জাতীয় সংসদে তিনি দুই বার নিজ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশ ও জাতির উন্নয়নে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তাফসির সুনে ইসলামী জীবন যাপনে উদ্ধুদ্ধ হয়েছেন। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে। লক্ষ লক্ষ তরুণ আলোর দিশা পেয়েছে। তিনি আজ ১০ বছর যাবৎ কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানান জটিল রোগে তিনি আক্রান্ত।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমনে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতিমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়স বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

বিবৃতি দাতারা হচ্ছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান আকন্দ, অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, অ্যাডভোকেট আ.ন.ম মহিউল ইসলাম তাহের, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট ফেরদৌস আলম, অ্যাডভোকেট আবদুল খালেক হাওলাদার, অ্যাডভোকেট মুজিবুল হক বিশ্বাস, অ্যাডভোকেট সরদার আবুল হাসেম, অ্যাডভোকেট জসিম উদ্দিন আকন, অ্যাডভোকেট আব্দুল খালেক মোল্লাহ, অ্যাডভোকেট আবদুল আলিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, অ্যাডভোকেট ইউনুস মিয়া, অ্যাডভোকেট আলহাজ্ব মো. শাহজাহান, অ্যাডভোকেট এস.এম আব্দুল্লাহ, অ্যাডভোকেট তহুরা খাতুন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট শাহাজাদা পলাশ, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, অ্যাডভোকেট শাহে আলম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, অ্যাডভোকেট আবুল হাছান, অ্যাডভোকেট রিয়াজুল হক, অ্যাডভোকেট জাকির হোসেন-১, অ্যাডভোকেট শাহজাহান বিশ্বাস, অ্যাডভোকেট কবির উদ্দিন আহম্মেদ খান ফয়সাল, অ্যাডভোকেট মো. কেরামত আলী, অ্যাডভোকেট সাইদুল ইসলাম সাইদ, মনিরুল ইসলাম-২, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট মনসুর হাল্লাজ, অ্যাডভোকেট ফয়সাল, অ্যাডভোকেট আবুবকর, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আছমা আখি, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন হাওলাদার, অ্যাডভোকেট এ.বি.এম ফজলুল হক, অ্যাডভোকেট মোকলেচুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আব্দুর রহমান খান, অ্যাডভোকেট মো. মহসিন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন, অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট হুমায়ন করিব, অ্যাডভোকেট মনিরুল ইসলাম (বাচ্চু), অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অ্যাডভোকেট মো. লূৎফর রহমান মোল্লা, অ্যাডভোকেট মেহেদী হাসান শাহীন, অ্যাডভোকেট মোক্তার হোসেন, অ্যাডভোকেট মীর্জা মো. রিয়াজ হোসেন, অ্যাডভোকেট নপারভীন আখতার বেবী, অ্যাডভোকেট মোকসেদ আলী হাওলাদার বাবুল, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট মো. মাজেদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট জাকির হোসেন জাকির, অ্যাডভোকেট কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট আ.ন.ম বজলুর রশিদ রুমী, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রাহাত, অ্যাডভোকেট ফাতেমা জোহরা বীনা, অ্যাডভোকেট, কামাল উদ্দিন চুন্নু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভুলু, অ্যাডভোকেট এম এ জলিল, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল আলম ফুয়াদ, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট ফারুক হোসেন, অ্যাডভোকেট মো. তুহিন, অ্যাডভোকেট বজলুর রশীদ রুমী, অ্যাডভোকেট মো. মোস্তফা কামাল, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট সুফিয়া আক্তার, অ্যাডভোকেট এ.এইচ এম সালাম মুন্সি, অ্যাডভোকেট মো. জহির হোসেন লিটন, অ্যাডভোকেট মো. মোকলেচুর রহমান কাজী, অ্যাডভোকেট মো. সাইফুল আলম চানঁ, অ্যাডভোকেট মোর্শেদা হক, অ্যাডভোকেট আলহাজ্ব মো. খাইরুল বাশার মানিক, অ্যাডভোকেট সেলিনা পারভিন সেতু, অ্যাডভোকেট মো. ইব্রাহীম খলিল তালুকদার, অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার, অ্যাডভোকেট মো. আজাদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইদ্রিস হাওলাদার, অ্যাডভোকেট সাহাজুল ইসলাম, অ্যাডভোকেট সামসুল হক, অ্যাডভোকেট সামসুল ইসলাম, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম পান্না, অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান রোলান্ড, অ্যাডভোকেট বিউটি সুলতানা, অ্যাডভোকেট মো. জাকির হোসেন সরদার, অ্যাডভোকেট মো. আবুল বাশার, অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, অ্যাডভোকেট সরদার এনায়েতুল মোস্তফা, অ্যাডভোকেট সাইদুল ইসলাম।

গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আ.ন.ম মহিউল ইসলাম তাহের।


আরো সংবাদ



premium cement
কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : গণঅধিকার পরিষদ দুই কুলই হারালেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম একদিন পর জবিতে উদযাপন হবে নববর্ষ, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা ইসরাইলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে! স্ত্রীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সাবেক স্বামীর মামলা

সকল