২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বরগুনা হাসপাতালের ড্রাম থেকে নবজাতক উদ্ধার, ৪ ঘণ্টা পর মৃত্যু

বরগুনা হাসপাতালের ড্রাম থেকে নবজাতক উদ্ধার, ৪ ঘণ্টা পর মৃত্যু - সংগৃহীত

বরগুনা জেনারেল হাসপাতালে পরিত্যক্ত ব্লিচিং পাউডারের একটি ড্রাম থেকে জীবিত ছেলে নবজাতক উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু জীবত পাওয়ার চার ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়।

রোববার বেলা ১২টার দিকে হাসপাতালের বাথরুমের সামনে রাখা একটি ড্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গেছে,তাই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন সাংবাদিকদের জানান, গত কয়েক দিনে দু'জন মাত্র প্রসূতি মা ভর্তি হয়েছিলেন। ডেলিভারির পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু কারা এই বাচ্চা ফেলে গেছে এখন বলা যাচ্ছে না। ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে যাওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।

তিনি আরো বলেন, নবজাতকের বয়স মাত্র কয়েক ঘণ্টা। সুযোগ বুঝে বাইরে থেকে কেউ এসে রেখে গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে আমাদের অনুসন্ধান চলছে।


আরো সংবাদ



premium cement