২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মনপুরায় মায়াবী হরিণ লোকালয়ে

মনপুরায় মায়াবী হরিণ লোকালয়ে - ছবি : সংগৃহীত

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় বন থেকে একটি হরিণ মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এলে সেটিকে বন বিভাগ উদ্ধার করে অবমুক্ত করে।

উপজেলার চরফৈজুদ্দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে হরিণটি আটকা পড়ে।

স্থানীয়রা জানায়, রাতে হরিণটি ফরিদ কেরানীর বাড়ির পুকুরে পানি পান করার সময় ডাল খেতের বেড়ার জালের সাথে আটকা পড়ে। পরে হরিণটিকে ধরে বন বিভাগকে খবর দিলে বনপ্রহরীরা এসে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করে।

এ ব্যাপারে মনপুরা হাজিরহাট ইউনিয়ন বিট কর্মকর্তা মাসুদ রায়হান জানান, এই মৌসুমে মেঘনা নদীর পানি লবণাক্ত হয়ে যায়। তাই মিঠা পানির খোঁজে বিভিন্ন চরের বনের হরিণ লোকালয়ে চলে আসে।

অনেক সময় পানি খেতে গিয়ে অনেক হরিণ শিকারীদের কবলে ধরা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল