২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা দিচ্ছে শেবাচিম

সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা দিচ্ছে শেবাচিম - নয়া দিগন্ত

করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারি নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকেরা। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন জায়গায় চিকিৎসকরা রং দিয়ে গোল চিহ্ন একে দিয়েছেন। ওইসব গোল চিহ্নিত জায়গায় দাঁড়িয়ে রোববার সকাল থেকে সেবা নিতে শুরু করেছেন রোগী ও তাদের স্বজনরা। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।

হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার বলেন, আমরা জেগে আছি আপনাদের ভালো থাকার আশায়। তাই করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারের নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালের বিভিন্ন জায়গায় রং দিয়ে গোল চিহ্ন একে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন বিভাগের সামনের করিডোর, বহির্বিভাগ টিকিট কাউন্টারের সামনে রং দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন একে দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সেই চিহ্নিত ঘরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। চিকিৎসকদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন রোগীর স্বজনরা।


আরো সংবাদ



premium cement