১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভান্ডারিয়ায় করোনা আতঙ্কে হাসপাতালে রোগী কমেছে

ভান্ডারিয়ায় করোনা আতঙ্কে হাসপাতালে রোগী কমেছে - ছবি : নয়া দিগন্ত

করোনাভাইরাসের আতঙ্ক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিক গুলোতে কমেছে রোগীর সংখ্যা। এ উপজেলায় লকডাউনের নির্দেশে গৃহবন্দি হয়ে পরেছে প্রায় তিন লাখ মানুষ। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকভাবে ভান্ডারিয়া হাসপাতালে গরমকালে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী বহির্বিভাগে এবং দেড় শতাধিক রোগী জরুরি বিভাগে ও হাসপাতালের সামনে ডাক্তারদের প্রাইভেট চেম্বারে প্রায় তিনশত রোগী চিকিৎসা গ্রহণ করতেন। কিন্তু গত ৩-৪ দিন ধরে এসব স্থানে রোগীর সংখ্যা কমে গেছে। শুধু জরুরি বিভাগে সেবা নিতে আসতে দেখা গেছে।

শনিবার ভান্ডারিয়া হাসপাতালের জরুরী বিভাগে মাত্র ১৫-২০ জন সেবা নিয়েছে বলে জানা গেছে। করোনা আতঙ্কে, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ হাসপাতালে আসছেন না বলে রাজিব নামে এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন। উপজেলার ফাতিমা ক্লিনিক এর পরিচালক বিজন কান্তি বেপারী জানান, গত ৫ দিনে নতুন কোন রোগি চিকিৎসা নিতে আসেনি এবং ভর্তি হয়নি। উপজেলা জুড়ে একই অবস্থা।

স্থানীয় সচেতন নাগরিক নাজমুল হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ নেয়ায়, বাহিরেও লোকজন খুব কম বের হচ্ছে। ফলে খুব ছোট সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসছেন না।

এতেই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে এসেছে। এদিকে স্থানীয় ওষুধ ব্যবসায়ী খোকন জানান, করোনা আতঙ্কে হাসপাতালের সামনের ডাক্তারদের সকল চেম্বার বন্ধ করে দিয়ে তারা আত্ম গোপনে রয়েছেন। অধিকাংশ রোগীরা এসে ডাক্তারদের চেম্বার বন্ধ দেখে চলে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম বলেন, খুব কম সংখ্যক রোগী হাসপাতালে আসছে। তবে এখানে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এ উপজেলায় যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাড়ী চিহিৃত করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। সবাইকে আপাতত কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল