২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৪০০ কেজির মাছটি বিক্রি হলো ৬৩ হাজারে

৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ, ইনসেটে এ জাতীয় মাছের একটি অবয়ব - ছবি : নয়া দিগন্ত

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়েছে ৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ। শুক্রবার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রের পাথরঘাটা ঘাটে এ মাছটিকে নিয়ে আসা হয়।

এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে বিশাল এই মাছটি।

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়।

বিশাল এই মাছটি কিনেছেন মো: শহিদ মোল্লা। তিনি বলেন, ‘বিএফডিসি মৎস্য বাজার থেকে মাছটি ৬৩ হাজার টাকায় কিনেছি। মাছটির আকৃতি অনেক বড় হওয়ার কারণে কেটে ভাগ দিয়ে বিক্রি করা হবে।’


আরো সংবাদ



premium cement