১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এক হালি পেঁয়াজ ৩০ টাকা

- নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একহালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আবার, এক কেজি পেঁয়াজের দামে মিলছে ৫ কেজি সিদ্ধ মোটা চাল। দিন যত যাচ্ছে ভাণ্ডারিয়ায় পেঁয়াজের ঝাঁজ ততই বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ভাণ্ডারিয়া উপজেলার দোকানগুলোতে ১৩৫-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত পেঁয়াজ ক্রয় করছেন। আবার কেউ কেউ মাত্র এক হালি পেঁয়াজ কিনছেন। অন্যদিকে অনেক দোকানদার পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাইকারি বাজারে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশী পেঁয়াজ ১৩০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এককাডি (২৬ কেজি) সেদ্ধ মোটা চাল বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। আর প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

চাল বিক্রেতা কৃষক হাবিব হাওলাদার বলেন, বর্তমানে ৫ কেজি চাল বিক্রি করলে সেই দামে ১ কেজি পেঁয়াজ মিলছে।

ক্রেতা জাহাঙ্গীর জানান, বাজারে তো পেঁয়াজের কোনো সঙ্কট দেখা যাচ্ছে না। প্রতিটি দোকানে পেঁয়াজের স্টক থাকা সত্ত্বেও কেন এত দাম?

ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেন জানান, বিদেশী পেঁয়াজের আমদানী না থাকার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

ভাণ্ডারিয়া বাজারের চাল ব্যবসায়ী ফাতিমা ভাণ্ডারের প্রোপাইটর সোহেল চাপরাশী জানান, তারা এক কেজি মোটা চাল ৩০ টাকা দরে বিক্রি করছেন।


আরো সংবাদ



premium cement
দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল

সকল