২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চাঁদ দেখা না গেলেও ৫ গ্রামে মঙ্গলবার ঈদ

- প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবে।

উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার গত ৫ মে রোববার থেকে রোজা শুরু করেন। আজ সোমবার রোজা ৩০টি পূর্ণ হওয়ায় আগামীকাল মঙ্গলবার তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন জানান, আমাদের ৩০টি রোজা পূর্ণ হয়েছে তাই মঙ্গলবার ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করব।

উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও দুই ঈদ পালন করে থাকে। এ বছর সৌদী আরবে ৬ মে সোমবার রোজা শুরু হলেও এবার শুরেশ্বর পীরের অনুসারীরা রোববার রোজা শুরু করে।

এবিষয়ে শুরেশ্বর পীরের অনুসারী সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম খন্দকার জানান, আমরা শুরেশ্বর দরবারের অনুসারী। এখানে আধ্যাত্মিক বিষয় যুক্ত থাকায় রোববার থেকে রোজা শুরু করেছি।


আরো সংবাদ



premium cement