১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৮ ঘণ্টার অল্টিমেটাম দিয়ে গভীর রাতে মহাসড়ক ছাড়লেন ববি শিক্ষার্থীরা

ববি শিক্ষার্থীদের বিক্ষোভ - নয়া দিগন্ত

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আট ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবার মহাসড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনার বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘটনাস্থলে আসেন রাত সাড়ে ১০টার দিকে। পরে রাত ১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ১০ দফা দাবি দিয়ে আট ঘণ্টার আল্টিমেটামে রাত ২টার দিকে মহাসড়ক অবরোধ তুলে নেন। তাদের প্রধান দাবিগুলো হলো চাপা দেয়া বাস নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক-হেল্পারসহ জড়িত সকলকে গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, সড়কে স্পিড ব্রেকার স্থাপন, ফুট ওভার ব্রিজ নির্মাণ। সকাল ১০টার মধ্য দাবি আদায় না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করবেন বলে জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভিসি শুচিতা শরমিন বলেন, দুপুর ১২টার মধ্য নিহত শিক্ষার্থীর বিচার, ক্ষতিপূরণ আদায়, অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা এবং সড়কে স্পিডব্রেকারসহ দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন৷

উল্লেখ্য, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পার হবার সময়ে পরিবহনের চাপায় নিহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।


আরো সংবাদ



premium cement