১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নগ্ন ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল অবশেষে ধরা

-

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পরিচয় গোপন করে ঘটক সেজে গ্রামের নিরীহ বিবাহযোগ্য মেয়েদের নগ্ন ছবি সংগ্রহ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সকালে নারী-পুরুষ দুই প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মফিজুর রহমান (৫৬) ও জুবাইদা বেগম (৩০)। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। নগরীর সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় ভাড়া বাসায় তারা থাকেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামিরা চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন উপজেলায় বিবাহের ঘটক সেজে কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহযোগ্য মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে তারা নিজেরাই ভাইবোন সেজে অভিনব উপায়ে অর্ধনগ্ন ছবি সংগ্রহ করে। পরবর্তীতে ওই ছবি দিয়ে তারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে কন্যাদায়গ্রস্ত মা-বাবার কাছ থেকে টাকা আদায় করত।
এ ধরনের এক ঘটনায় পটিয়া উপজেলার ভুক্তভোগী এক মেয়ের বাবা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে।


আরো সংবাদ



premium cement