বাবুগঞ্জে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু
- বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
বরিশালের বাবুগঞ্জে জমিতে মাছ ধরার জাল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম শহিদ হাওলাদার (৩৮)। তিনি লোহালিয়া গ্রামের ওমর আলী হাওলাদারের ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদ হাওলাদার গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি জলাশয়ে জাল ফেলে আসেন। গতকাল ভোর ৬টার দিকে ওই জালটি ওঠাতে গেলে বিষধর একটি সাপ তাকে দংশন করে। এরপর শহিদ জালসহ সাপটি বাড়িতে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়ির পাশে ওজা ডেকে ঝাঁড়ফুক দিলে তার অবস্থা আরো অবনতি হয়। পরে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা