১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজাপুরে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৬ জন আহত

-

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে একটি কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে ফাতেমা নামে এক গৃহবধূর ডান হাতের আঙুল কামড়ে নিয়ে গেছে কুকুরটি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আহতরা হলেন- সাতুরিয়া গ্রামের হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নাবিলা আক্তার, মোহাম্মদ ইকবালের ছেলে মোহাম্মদ ইমন, মৃত সিরাজ হাওলাদারের ছেলে নজরুল ইসলাম নজু, কবির হাওলাদারের মেয়ে সুমাইয়া, নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম ও কবিরের স্ত্রী।
রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন নিশাদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement