১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরগুনা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক উদ্ধার

-

বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘর ও নার্সিং ইনস্টিটিউটের পাশে নারিকেল গাছের পাতা দিয়ে ঢাকা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটির সুস্থতার জন্য তাকে ২৫০ শয্যা হাসপাতালের ‘শেখ রাসেল স্ক্যানু’ ওয়ার্ডে রাখা হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবজাতককে উদ্ধারের পর এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেনারেল হাসপাতালের আরএমও ডা: তাসকিয়া।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের রান্নাঘর ও নার্সিং ইনস্টিটিউটের পাশে এক নবজাতকের কান্নার শব্দ পেয়ে রান্নাঘরে থাকা এক কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তৎক্ষণাৎ হাসপাতালের আরএমও এসে নবজাতককে উদ্ধার করে শিশু ওয়ার্ডে এনে চিকিৎসা দেন।
হাসপাতালের (আরএমও) ডা: তাসকিয়া সিদ্দিকাহ্ বলেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমাদের তত্ত্বাবধানেই থাকবে শিশুটি। পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে তাকে হয়তো কোনো একটি শিশুকল্যাণ বোর্ডে রাখা হবে।


আরো সংবাদ



premium cement