মায়ের লাশ রেখে পরীক্ষা দিলো সিফাত
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
কক্সবাজারের ঈদগাঁওতে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বোরহান উদ্দিন সিফাত। গতকাল বৃহস্পতিবার সকালে রামু সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিতে যায় সে। এর আগে বুধবার বিকেলে মারা যান তার মা জেসমিন আকতার। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে সিফাত। কিন্তু মায়ের, স্বজনদের এবং নিজের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে সে মায়ের লাশ রেখেই পরীক্ষা দিয়ে কেন্দ্রে যায়।
বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সে ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক, অবিভক্ত ঈদগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মৌলানা বদিউর রহমান হাশেমী বদরুর ছেলে। বুধবার বিকেল সোয়া ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন সিফাতের মা জেসমিন আক্তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা