১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাউয়েটে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার

-

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) আইন ও বিচার বিভাগের উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধববার ইউনিভার্সিটির স্কাইলাইট হলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অম্লান কুসুম জিস্লু।
ইউনিভার্সিটির ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহা. মিজানুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শহিদুল ইসলাম, নাটোর যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল্-আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশি, সহকারী জজ ফাতেমা তুজ জোহুরা।
প্রধান অতিথি আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ করে বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেন। এছাড়া নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি সময় উপযোগী সেমিনার আয়োজন করায় বাউয়েট কর্তৃপক্ষ এবং আইন ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরো সংবাদ



premium cement