১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ার ৩ উপজেলায় কৃষকদের মধ্যে উপকরণ বিতরণ

-

বগুড়ার সারিয়াকান্দিতে প্রণোদনা কর্মসূচির আওতায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন উপজেলার মোট ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও তুলা উন্নয়ন-বোর্ডের আয়োজনে উপজেলা মিলনায়তনে সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলার ৮০ জন কৃকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, পৌর মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।


আরো সংবাদ



premium cement