১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর

রেমালে বিধ্বস্ত নিঝুমদ্বীপের লুবনা পেলেন নতুন ঘর

-

অবশেষে নতুন একটি টিনের ঘরে ঠাঁই হলো ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত সেই লুবনা বেগমের। আলোকবর্তিকা মানবিক ইউনিট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রেমালে বিধ্বস্ত লুবনার ঘরটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করে দেয়। গত বুধবার ঘরটি পুনর্নির্মাণকাজ শেষে আলোকবর্তিকা মানবিক ইউনিটের সমন্বয়কারী জাবের উদ্দিন ও মাকসুদুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে লুবনার কাছে ঘরটি হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি মেম্বার চান মিয়া, আলোকবর্তিকার মানবিক ইউনিটের সমন্বয়কারী সদস্য ফয়েজ উদ্দিন মো: মাকসুদের রহমান, খাদেমুল ইসলাম বিপ্লব, আহসানুল করিম জুনায়েদ, আজাদ উদ্দিন, কাওসার উদ্দিন, আজিম উদ্দিন, সুলতান মাহমুদ, আবদুর রহমান ও আশিক এলাহী।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয় নিঝুমদ্বীপের লুবনা বেগমের বসতঘরটি। পরবর্তী এক মাসের বেশি সময় ধরে ওই ভাঙা ধ্বংসস্তূপের মধ্যে থেকে মানবেতর জীবন করছিলেন তিনি। তার ভাঙা ঘরে বসবাসরত লুবনার জীবন-যাপনের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত। এ সংবাদটি নজরে আসার পর স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা মানবিক ইউনিট এগিয়ে আসে এবং লুবনার ঘরটি নির্মাণ করে দেয়।


আরো সংবাদ



premium cement