ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়ে আটক হলেন কুলাউড়ার সোহাগ মিয়া
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ‘হত্যাপরিকল্পনার নাটক’ সাজানো সোহাগ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা ও সিটিটিসির সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম।
গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
গতকাল বুধবার হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন। তিনি বলেন, গত ২৮ জুন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তি জানায় যে তার জীবনের ঝুঁকি আছে এবং এ সংক্রান্ত তার কাছে তথ্য আছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চুনারুঘাট থানার একটি সাধারণ ডায়েরি হয়।
একই ঘটনায় সংসদ সদস্য নিজেই ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে তার প্রতিকার চান। যা ব্যাপকভাবে ভাইরাল হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা