১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ’র অভিযান

-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিøউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।
এ সময় গুঁড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা লা রিভারিয়া নামক রিসোর্টের তিনটি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশন লিমিটেড, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারি দেয়ালসহ অবৈধভাবে নদী দখল করে গড়ে ওঠা ৩০টি স্থাপনা।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশালের উপ পরিচালক মোহাম্মদ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখলমুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।


আরো সংবাদ



premium cement