সাপের ছোবলে মৃত্যু, দুই চিকিৎসককে তলব
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাপের ছোবলে মঙ্গলবার সকালে নন্দলাল মণ্ডল (৫০) নামে একজন ইজিবাইক চালকের মৃত্যুর ঘটনায় নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের দুই চিকিৎসককে তলব করা হয়েছে। জানা যায়, সাপের ছোবলে আক্রান্ত হয়ে সোমবার রাত দেড়টার দিকে হাসপাতালে আসেন নন্দলাল। হাসপাতালে ভ্যাকসিন থাকার পরও রোগীকে ভ্যাকসিন না দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ঢাকার প্রাইভেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রোগীর মৃত্যু হয়।
এ ব্যাপারে ডা: শহিদুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে ভ্যাকসিনসহ সব প্রস্তুতি রাখা আছে। দায়িত্বরত দুইজন চিকিৎসক আমাকে ও হাসপাতালের আরএমও ডাক্তারকে অবগত না করে রোগীকে ঢাকায় পাঠিয়ে দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা