১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

-

খাগড়াছড়ি, সিলেটের গোলাপগঞ্জ, টাঙ্গাইলের সখীপুর এবং কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
খাগড়াছড়ি সংবাদদাতা জানান, গত সোমবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১১৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৬১৫ টাকার বাজেট ঘোষণা করেছেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬০৮ টাকা। সমাপনী স্থিতি রাখা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৭ টাকা। সরকারি অনুদান ও বিদেশী প্রকল্প সাহায্যনির্ভর এ বাজেটে জনগণের উপর নতুন কোনো করারোপ করা হয়নি বলে বাজেট বক্তব্যে উল্লেখ করেন পৌর মেয়র। অনুষ্ঠানে পৌরসভার সচিব পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ পৌর কাউন্সিলর, পরামর্শক কমিটির সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পর্যটন শহর খাগড়াছড়ির জন্য আন্তর্জাতিক মানের বাসটার্মিনাল স্থাপন, শিশুপার্ক নির্মাণসহ সরকারের রূপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়ন, স্মাট বাংলাদেশ গঠনের অংশ হিসেবে পৌরসভার সব সেবা সফটওয়্যারভিত্তিক করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, আগামী অর্থবছর থেকে পৌর নাগরিকরা ঘরে বসেই অনলাইনে সেবা নিতে পারবে।

গোলাপগঞ্জ পৌরসভার বাজেট প্রায় সাড়ে ৬০ কোটি টাকা
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে শেখ মো: জিয়ার পরিচালনায় ও মাওলানা মুমিন আহমদ সাকিলের কোরআন তেলাওয়াতের পর বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৫ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৬১৬ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮১ টাকা। বাজেটে প্রকল্প ও সরকার থেকে এডিপি মঞ্জুরি ৫০ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ৪৬ লাখ ৭০ হাজার ৩৮৪ টাকা।

সখীপুর পৌরসভার সাড়ে ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২৫ কোটি ৪৬ হাজার ৬১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌর মেয়র আবু হানিফ আজাদ লিখিত বাজেট পাঠ করেন। বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৬ হাজার ৬১৪ টাকা এবং ব্যয় ধার্য করা হয়েছে ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭৬১ টাকা। বাজেটে স্থিতি এক কোটি ৬৬ হাজার ৬৪ হাজার ৮৫৩ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, প্যানেল মেয়র মো: বিল্লাল শিকদার, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দসহ আরো অনেকে।

দেবিদ্বার পৌরসভার ৫৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় কোনো কর বৃদ্ধি না করেই প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থ বছরে এ পৌরসভায় আয়-ব্যয় সমান রেখে ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২ টাকা বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন প্রথম নির্বাচিত পৌর মেয়র ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম শামিম। গত সোমবার দুপুরে পৌর কার্যালয়ে সর্বস্তরের ব্যক্তির উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও দেবিদ্বার থানার ওসি মো: নয়ন মিয়া। বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয় ১২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৭৯৪ টাকা এবং ব্যয় ধরা হয় ১১ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয় ১১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৯৪ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৭ লাখ, ৪৩ হাজার ৪৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ৮৩ লাখ, ১৮ হাজার ৪৩৮ টাকা। পৌরকর আদায়কারী মোহাম্মদ রকিবুল ইসলামের সঞ্চালানায় বাজেট আলোচনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবদুস সামাদ, দেবিদ্বার পৌরসভার প্যানেল মেয়র সৈয়দ নাইমুল ইসলাম, কাউন্সিলর মজিবুর রহমান, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement