১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আত্রাইয়ে নিখোঁজ তিনজনের সন্ধান এখনো মেলেনি

-

নওগাঁর আত্রাইয়ে গত ১৩ দিনের ব্যবধানে দুই শিশু ও সুমন প্রামাণিক (৪০) নামে একজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সুমন উপজেলার সাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সাহাদত প্রামাণিকের ছেলে। তবে ঘটনার বেশ কিছু দিন অতিবাহিত হলেও সন্ধান পায়নি স্বজন ও পুলিশ। সুমন নিখোঁজের পরের দিন বাড়ির অদূরে রাস্তায় এবং জমির মধ্যে পরে থাকা ফোঁটা ফোঁটা রক্ত উৎকণ্ঠা বাড়াচ্ছে পরিবারের স্বজনদের।
সুমন প্রামাণিকের স্ত্রী বুলি বেগম জানান, গত ২০ জুন রাত ১০টা নাগাদ বাড়িতে আসেন সুমন। ফজরের নামাজের সময় ওঠে দেখি সুমন ঘরে নেই। এসময় সুমনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায় বাড়ির অদুরের রাস্তা, জমি ও জমিতে থাকা সিমেন্টের খুঁটিতে জমাট বাঁধা রক্ত দেখতে পাই। সুমন বিভিন্ন লোকজনকে পাসপোর্ট করার সহায়তা ছাড়াও পুলিশের নানান কাজেও সহযোগিতা করেন। এলাকার দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন।
সুমনের মা মনোয়ারা বিবি বলেন, আমরা সুমনকে ফেরত চাই। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ দিকে একই এলাকার মিরজাপুর কালেমুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা থেকে জাত আমরুল গ্রামের মুরতাদুল ইসলামের ছেলে সোয়াইব হোসেন (১১) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। মাদরাসার মহতামিম আবুল্লাহ আল মামুন বলেন, গত ২৯ জুন মাদরাসা খোলার পর তার নানা আত্তাব হোসেন বিকেলে মাদরাসায় রেখে যান। সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। সোয়াইবের মামা আসলাম বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এ ঘটনার মাত্র চার দিনের মাথায় সাহাগোলা গ্রামের জুয়েল হোসেনের ছেলে মুসাঈদ (১৪) অটো চার্জার ভ্যান বাড়ির পাশে রেখে নিখোঁজ হয়। মুসাঈদের মা ফাতেমা বিবি মোবাইল ফোনে জানান, গত ৩জুলাই সন্ধ্যার দিকে বাড়ির পাশে শুধু ভ্যান দেখতে পাই। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়গুলো আইনি প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিবি।


আরো সংবাদ



premium cement