সাদুল্লাপুরে স্ট্রিট লাইটগুলো বিকল
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সরকারি অর্থায়নে স্থাপিত অধিকাংশ স্ট্রিট লাইট অচল হয়ে পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। ফলে কিছু কছু স্থানে ভুতুরে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাটবাজার স্কুল, কলেজ, রেলস্টেশন, মাদরাসা, মসজিদ, মন্দির ও সড়কসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনায় রাতের আঁধারে সর্বসাধারণের নিরাপদ ও নির্বিঘেœ চলাচলের জন্য এসব লাইট স্থাপন করা হয়। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব লাইট মেরামতের অভাবে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবুও এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা ব্যথা নেই।
দামোদরপুর ইউনিয়নের ছাইদুর রহমান, এছব মিয়া ও মোকলেছুর মিয়া বলেন, এ লাইটগুলোর আলোতে রাতে এ এলাকার মানুষজন বেশ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতো। কিন্তু কিছু দিন পরেই অনেক জায়গার এ লাইটগুলো নষ্ট হওয়ায় মানুষজনকে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ২০১৮ সালে এ প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে এসব লাইট মেরামত কিংবা সংস্কারের কোনো বাজেট পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে এসব লাইট মেরামতের কোনো সম্ভাবনা নেই। তবে বাজেট পেলে দ্রুত মেরামত করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা