সার ডিলারের তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিলের পরও বৈধ হলেন প্রার্থী
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
সারের ডিলারের তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করে বৈধ প্রার্থী হয়েছেন সরকারিভাবে নিয়োগকৃত সারের ডিলার আহসানুল কবির হালদার। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় এখন সমালোচনার ঝড় বইছে মুন্সীগঞ্জে।
দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে গত শুক্রবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। ওই দিন বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এই বাছাই অনুষ্ঠিত হয়। এতে আ: কাইউম হালাদার, আ: মান্নান খান ও কামরুল হাসান হালদারের মনোনয়ন বাতিল করা হয়। অপর দিকে শামীম মোল্লা, বীথি আরিফ, এ কে এম আহসানুল কবির হালদারসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
কিন্তু বিপত্তি ঘটে আহসানুল কবির হালদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরে। কারণ, তিনি দীঘিরপাড় ইউনিয়নে সরকারের কৃষি বিভাগের সারের ডিলার। সারের ডিলার হলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে পারেন না। কবির হালদারের সারের ডিলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহম্মেদ জানান, আহসানুল কবির হালদারের মনোনয়নপত্র বাতিল কিংবা অবৈধ ঘোষণা করার কোনো তথ্য উপাত্ত মনোনয়নপত্রে উল্লেখ নেই। তাই তাকে অবৈধ ঘোষণা করা হয়নি।
অপর এক বক্তব্যে তিনি বলেন, মনোনয়পত্র বাছাইয়ের সময় বা আগে কেউ জানায়নি যে আহসানুল কবির হালদারের নামে সরকারি ডিলারের লাইসেন্স আছে। এখন এ বিষয়ে যদি কেউ আপিল করেন তাহলে ঊর্ধ্বতন যা মনে করেন তাই করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা