১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পেতে বেনাপোলবাসীর মানববন্ধন

-

যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল শনিবার বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোল চেকপোস্ট এলাকায় এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জড়ো হয়ে ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে কারণে মাঠ চাই’, প্রতিভা বিকাশে মাঠ চাই’, ‘এই মাঠ ছাড়ব না, লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে কোনো খেলার মাঠ না থাকায় বন্ধ রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অবিলম্বে খেলার মাঠ ফেরত দেয়ার দাবি জানাই সরকারের কাছে।
বেনাপোল বড় আঁচড়ার কমিশনার কামাল হোসেন বলেন, বিকল্প খেলার মাঠ দেয়ার প্রস্তাবে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সাথে সমঝোতায় এসে এ মাঠটি ২০১১ সালে বন্দরের স্বার্থে এবং ভিন্নস্থানে খেলার মাঠ তৈরি করে দেয়ার শর্তে বেনাপোল বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সরকার অধিগ্রহণ করে। দীর্ঘ সময় পার হলেও স্কুলের খেলার মাঠটি আর ফিরে পাওয়া যায়নি। এ জন্য মানববন্ধনে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement