বাউয়েটে শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চার দিনব্যাপী ‘মেথড অব ইনস্ট্রাকশনস’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের সিন্ডিকেট হলে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভ্ঞূা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার এডমিন মেজর মনজিনুল মুবীন (অব:), সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক আশরাফুল ইসলাম।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন ছিলেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন। সহযোগীতায় ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাছুদার রহমান এবং আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম কবির হোসাইন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা