সাদুল্লাপুরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছামিউল ইসলাম (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গুচ্ছগ্রাম থেকে মৃত ছামিউলের লাশ বাড়ীর শয়ন ঘরের তীরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ওই দিনই লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছামিউল ওই গ্রামের মৃত জাহিদুল ইসলাম বিস্কুটের ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছামিউলের বাবা বছরখানেক আগে মারা যান। বাবার মৃত্যু শোকে তখন থেকেই ছামিউল অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অনেকের ধারনা ৩-৪ দিন আগেই তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) রাজু কামাল জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা