আড়াইহাজারে বিদায় অনুষ্ঠানে অশ্লীলতার দায়ে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুলাই ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বহিরাগতদের সাথে অশ্লীলতার ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাথে একজন সহকারী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গত সোমবার দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি কাওসার হোসেন পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অধিকতর ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও কলেজের শিক্ষক আহাম্মদ আলী।
এ ব্যাপারে কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা