১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোয়ারাবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

-

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের আগুনে বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার লক্ষ্মিপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত রাশিদ মিয়ার পুত্র রমজান আলীর বাড়িতে পল্লীবিদ্যুতের তারে আগুন লেগে বসতঘর ও দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতায় চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, মরিচ ও রান্নার কাজের ব্যবহৃত হাড়ি-পাতিলসহ নানা পণ্যসামগ্রী দিয়ে পরিবারটির পাশে দাঁড়ায় দলটির লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা: এনামুল হক, বায়তুলমাল সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য সাহাব উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি আনোয়ার হোসেন সুমন প্রমুখ।


আরো সংবাদ



premium cement