শপথ নিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম
- পিরোজপুর প্রতিনিধি
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
গত রোববার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শওকত আলী আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করান। একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীনকেও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ।
বিভাগীয় কমিশনার শওকত আলী সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের বরিশাল বিভাগের পরিচালক ওয়াহেদুর রহমান। এ সময় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মিরাজুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা