কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ২ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ০১ জুলাই ২০২৪, ০১:১১
মহাজোটের শরিক দল আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) পিরোজপুরের কাউখালী উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন।
গত ২৯ জুন শনিবার বিকেলে কাউখালী দক্ষিণ বাজার টলসেটে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বলেন, বর্তমানে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর রাজনীতির সঠিক কোনো দিকনির্দেশনা না থাকায় আমরা দল থেকে অব্যাহতি নিয়েছি।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সহসভাপতি বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা মিজানুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাইয়িদ হোসেন, সদর ইউনিয়ন সভাপতি ডাক্তার মতিউর রহমান, আমরাজুড়ী ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য দাউদ আলী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দুই শতাধিক নেতাকর্মী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা